সৌদিতে ডিভোর্সের প্রবণতা: গড়ে প্রতিদিন ১৪৪টি ডিভোর্স

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে সৌদি আরবে। গড়ে প্রতি ঘণ্টায় ৬ টি করে, দিনে প্রায় ১৪৪টি ডিভোর্স হচ্ছে সৌদি আরবে। ২৪ জুলাই দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এ তথ্য দিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদিতে গত এক মাসে ১৪ হাজার ১৮টি বিয়ে হয়। আর ডিভোর্স হয় ৪ হাজার ৫১৩টি। এতে বিয়ে ও ডিভোর্সের অনুপাত দাঁড়ায় ৩ অনুপাত ১। দেশটির মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মক্কায় ৩ হাজার ৩১৯টি বিয়ের বিপরীতে ১ হাজার ৫১১টি ডিভোর্স হয়েছে।  আর মদিনায় ১ হাজার ২১টি বিয়ের বিপরীতে ৩২২টি ডিভোর্স, আল কাসিমে ৭১৯টি বিয়ের বিপরীতে ২৫৭টি ডিভোর্স, তাবুকে ৩৫৫টি বিয়ের বিপরীতে ১৬৩টি ডিভোর্সের ঘটনা ঘটেছে।

বিচ্ছেদের ব্যাপারে তারা একাই সিদ্ধান্ত নিতে পারছেন। একটি রিপোর্ট বলা হয়েছে, গত এক বছরে ১ লাখ ৫৭ হাজার বিয়ে কোর্টে রেকর্ড করা হয়েছে। অথচ ইতিমধ্যেই ৪৬ হাজারের বেশি ডিভোর্সের জন্য আবেদন করা হয়েছে। গত বছর অবশ্য বিবাহ বিচ্ছেদের সংখ্যা তার আগের বছরের থেকে অনেকটাই কম ছিল। গত বছর তাবুক ও ইস্টার্ন প্রভিন্সে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদর মামলা দায়ের হয়েছিল।

আইনজীবী নওয়াফ আল-নাবাতি এ প্রসঙ্গে বলেন, ইলেকট্রনিক্স ম্যারেজ কন্ট্রাক্টের ফলে ডিভোর্স পদ্ধতি আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গেছে। দম্পতিরা তাদের বিবাহিত জীবন নিয়ে সচেতন হয়ে যাওয়ার ফলেই ডিভোর্সের দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন তিনি। সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির নারীরা এখন অনেকটাই স্বাধীন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন