
ফিলিস্তিনে দখল ও উচ্ছেদ অভিযান অব্যাহত রাখায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে দেশটি। দু’দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছিলো অনেক বছর ধরেই। সম্প্রতি আরও অবনতি হল। গত বৃহস্পতিবার সম্পর্ক ছিন্নের এ ঘোষণা দেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর ডেইল সাবাহ’র।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনের ক্ষমতাসীন পার্টি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় সংবাদ মাধ্যমটি।
খবরে জানানো হয়, মাহমুদ আব্বাস বলেন, ইসরাইলের সঙ্গে আমাদের যেসব চুক্তি হয়েছে সেগুলো কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরাইল চুক্তি উপেক্ষা করে জোরপূর্বক তাদের দখল কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এসময় ফিলিস্তিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কোনো হুকুমের কাছে মাথা নত করবো না। জেরুজালেমসহ কোনো স্থানেই ইসরাইলি সেনাবাহিনীর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নিবো না।
উল্লেখ্য, চলতি সপ্তাহে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ব্যাপক হারে উচ্ছেদ এবং বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ও সহায়সম্বল ধ্বংস করার ইসরাইলি নীতি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
জাতিসংঘ মহাসচিবের আগে আন্তর্জাতিক মানবাধিধকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল ইহুদিবাদী সেনাদের এ কাজকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। কিন্তু আমেকিরার প্রকাশ্য সমর্থন থাকার কারণে বিশ্বের অন্যান্য দেশের বিরোধিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাছে মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল।
আইএ/পাবলিক ভয়েস

