রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০ চালু না করতে তুরস্কের প্রতি আমেরিকার আহ্বান

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়া তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পৌঁছেছে গত ১২ জুলাই। এবার তুরস্কের সরকারের প্রতি এস-৪০০ চালু না করার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সম্প্রতি ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, আগামী বছর এপ্রিল মাসের মধ্যেই এস-৪০০ পুরোপুরি চালু হবে। ২০১৭ সালে রাশিয়া এবং তুরস্ক এস-৪০০ সরবরাহ সংক্রান্ত চুক্তি সই করেছিল। সে থেকে আমেরিকারসহ ন্যাটো দেশগুলো এ চুক্তির অব্যাহত বিরোধিতা করেছে।

মাইক পম্পেও বলেন,আমেরিকা চায় যে আঙ্কারা যেন এস-৪০০ চালু না করে। এরপরও যদি দেশটি এস-৪০০ চালু করে তবে তুরস্কের ওপর আরও অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে তুরস্কে এস-৪০০ সরবরাহ করার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, রুশ এ ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার শুরু থেকেই মার্কিন সরকার ক্ষুব্ধ। তুরস্ক বলে আসছে যেকোনো কিছুর মোকাবেলায় তারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে, আর  শেষ পর্যন্ত সেটাতে সফল হয়েছে দেশটি। এরদোগান বলেছিলেন, তুরস্ক মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্রের অনেকগুলো চালান পেয়েছে। খুব শীঘ্রই এটা চালু হবে বলে জানা গেছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন