৩ তালাক বিল মুসলিম মহিলাদের উপর অত্যাচার: ওয়াইসি

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

গতকাল লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিল। এই বিলের তীব্র বিরোধিতা করেছেন আসাউদ্দিন ওয়াইসি। লোকসভায় ওয়াইসি বলেন, ‘এমন আইন এনে মুসলিম মহিলাদের উপরে অত্যাচার করছেন। কেউ পুরুষের বিরুদ্ধে প্রমাণ দেবে না। গ্রেফতার করলে খোরপোষ দিতে পারবেন না স্বামী। তিন বছর বিবাহবন্ধনে আবদ্ধ থাকতে হবে স্ত্রীকে’।

এসময় সনাতনী সংস্কৃতির বিয়ের সঙ্গে ইসলামের বিবাহের ফারাক রয়েছে বলেও মনে করিয়ে দিয়ে ওয়াইসি বলেন, ইসলামে বিয়ে জন্ম-জন্মান্তরের সম্পর্ক নয়। এটাকে তেমন বানানোর চেষ্টা করবেন না। বরং বিবাহ একটা জন্মের চুক্তি’।

তিনি আরও বলেন,’সরকারের মন্ত্রীর উপরে যখন মিটু-র অভিযোগ উঠেছিল, তখন কোথায় ছিল। ২৩ লক্ষ হিন্দু বিবাহবিচ্ছিন্না মহিলার জন্য সরকার কিছুই করছে না’।

গতকাল বৃহস্পতিবার বিরোধিতা সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তিন তালাক বিল পাশ করিয়ে নেয় বিজেপি সরকার। পক্ষে পড়েছে ৩০২টি ভোট। বিপক্ষে ৭৮টি। বিলের বিরোধিতায় ওয়াক আউট করেন কংগ্রেস, তৃণমূল ও জেডিইউ সাংসদরা।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন