মসজিদগুলোতে হামলার হুমকিতে ভীতসন্ত্রস্ত জার্মানের মুসলিমরা

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

জার্মানির মুসলিমরা দেশের সরকারের কাছে আরও বেশি নিরাপত্তা চাইছেন৷ চলতি মাসে জার্মানির চারটি শহরের মসজিদে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে৷  শেষ পর্যন্ত সেগুলো ভুয়া প্রমাণিত হওয়ার কথা শোনা যাচ্ছে।

কোলনে অবস্থিত জার্মানির সবচেয়ে বড় মসজিদও হুমকি পাওয়ার তালিকায় ছিল৷ কোলন ছাড়াও ইজালন, ফিলিঙ্গেন-স্ভেনিঙ্গেন ও মিউনিখের মসজিদে হুমকি দেওয়া হয়৷এছাড়া সাম্প্রতিক সময়ে ডুইসবুর্গ, মানহাইম ও মাইনৎস শহরের মসজিদেও বোমা হামলার হুমকি দেওয়া হয়৷

জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমসের মুখপাত্র নুরহাত সয়কান বার্তা সংস্থাকে ডয়চে ভেলেকে জানান এসব ঘটনায় মুসলমানরা ‘খুবই উদ্বিগ্ন’৷ এই অবস্থায় ‘মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব’ বলেও উল্লেখ করেন তিনি।

নুরহাত সয়কান বলেন, সব ধর্মের মানুষ যেন নির্ভয়ে তাদের ধর্মপালন করতে পারেন, তা জার্মান সরকারকে নিশ্চিত করতে হবে৷ ‘‘আমাদের অস্তিত্ব যেমন ঝুঁকির মুখে, তেমনি আমাদের গণতন্ত্রও৷ এটা গ্রহণযোগ্য নয়,” বলেন তিনি৷ সয়কান জানান, মসজিদে নিরাপত্তা বাড়াতে সরকারকে অনুরোধ করা হয়েছে৷ তবে সরকার এখনও কিছু করেনি৷

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন