
লোকসভায় ফের তিন তালাক বিল পাশ করিয়ে নিয়েছে মোদি সরকার। মুসলিম সাংসদসহ অনেকেই বিলটির বিরোধিতা করেছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সংখ্যাগরিষ্ঠতা পেয়েই পাশ হয়েছে তিন তালাক বিল। গতকাল বৃহস্পতিবার একদিনের জরুরি নোটিসে তিন তালাক বিল লোকসভায় পেশ করে কেন্দ্র। কিন্তু, রাজ্যসভায় মোদি সরকারের স্বপ্ন ভঙ্গ হতে পারে,পাশ নাও হতে পারে বিলটি।
লোকসভায় অন্য বিরোধীদের পাশাপাশি বিজেপির জোটসঙ্গী জেডিইউ-ও বিলের বিরোধিতা করেছে। জেডিইউ যদি রাজ্যসভাতেও তিন তালাক সংশোধনী বিলের বিরোধিতা করে, তাহলে এই বিলটি রাজ্যসভায় পাশ হওয়ার সম্ভাবনা খুব কম। প্রথম মোদি সরকারের আমলেই লোকসভায় পেশ করা হয়েছিল তিন তালাকের সংশোধনী বিল। ধ্বনিবভোটে বিলটি পাশও হয়ে যায়। কিন্তু, পরে আর তা সময়ের অভাবে রাজ্যসভায় পেশ করা যায়নি।
শেষবেলায় রাজ্যসভায় পেশ করার সুযোগ থাকলেও সরকারপক্ষের তরফে তেমন তোড়জোড় দেখা যায়নি। বদলে একটি অর্ডিন্যান্স আনে মোদি সরকার। নতুন তিন তালাক বিল পেশ হলে অর্ডিন্যান্সের পরিবর্তে তিন তালাক আইন তৈরি হবে। নতুন সরকার আসতেই তা আবারও পেশ করা হল। এবং প্রত্যাশিতভাবেই বিজেপি তথা এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে গেল। যদিও, বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করেছে।
আইএ/পাবলিক ভয়েস

