বিরোধিতা সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে ৩ তালাক বিল পাশ

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

বিরোধিতা সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে ৩ তালাক বিল পাশ করিয়ে নিল মোদী সরকার। ৩ তালাকের ওপরে বিতর্কের পর শুরু হয় ভোটিং। তার আগেই এনডিএ-র শরিক ও তৃণমূল কংগ্রেসের সাংসদরা সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন। বিলের পক্ষে ভোট পড়েছে ৩০৩টি। বিপক্ষে পড়েছে ৮২টি ভোট। 

লোকসভায় ৩ তালাক বিলের বিরোধিতা করেছে কংগ্রেস-সহ শরিক দলগুলি। ওই জোটে রয়েছে ১৪টি রাজনৈতিক দল। প্রায় ১০০ জন সাংসদ। ফলে বিল পাশ করাতে বিজেপির প্রথম থেকেই কোনও সমস্যা ছিল না। এদিন বিলটির বিরোধিতা করেন এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। তিনি ৩ তালাক বিলের বিলের বিরুদ্ধে একাধিক দাবি উত্থাপন করেছেন।

এদিন বিলটির বিরোধিতায় ভোটাভুটির আগেই ওয়াকআউট করেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এমনকি বিহারে বিজেপির শরিক দল জেডিইউ-ও বিলটির বিরোধিতা করে। ওয়াকআউট করেন নীতীশ কুমারের দলের সাংসদরা।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন