১৩ বছর বয়সে যৌন হেনস্থা হওয়ার ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী হয়ে

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

পকসো সংশোধনী বিলের পক্ষে আলোচনায় নিজের শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। স্মৃতিচারণা করলেন ১৩ বছর বয়সে হওয়া যৌন হেনস্থার বিষয়টি। এই বিরোধী নেতার মননশীলতার প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি।

তৃণমূল সাংসদ তার বক্তব্যে বলেন যে, ‘আমি যা বলতে চাই, তা অনেক গর্বের সঙ্গে, আমি সবাইকে জানাতে চাই। আমার পরিবারও জানে, এবং আমি মনে করি, দেশবাসীরও জানা দরকার। যখন বয়স ছিল ১৩, সেই সময় কলকাতায় টেনিস প্র্যাকটিস করে বাসে ফেরার পথে আমি যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম, আমি শর্ট প্যান্ট এবং টি-শার্ট পড়েছিলাম, আমি একটা ভীড় বাসে উঠেছিলাম, যৌন হেনস্থার শিকার হয়েছিলাম। আমি সেই ঘটনা সম্পর্কে কিছু অনেকদিন কাউকে কিছু বলতে পারিনি। আমাদের উচিত এই ব্যাপারে সরব হয়ে মানুষের কাছে পৌঁছানো। এই বিষয়ে যতবেশী কথা বলা হবে, তত বেশী শিশুরা সুরক্ষিত থাকবে।’

প্রশংসা করে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি রাজ্যসভায় বলেন, ‘এটা খুবই পরিষ্কার যে, বাড়ি থেকেই এই ধরণের নির্যাতন শুরু হয়। মানুষের এ বিষয়ে জনসমক্ষে কথা বলা উচিত এবং আলোচনা করা। এই ধরণের নির্যাতন সম্পর্কে সাধারণ মানুষ কথা বললে শিশুরাও সাহস পাবে।” পাশাপাশি ডেরেক সমস্ত সাংসদের আহ্বান জানান তাঁরা যেন শিশুদের ওপর যৌন নির্যাতনের বিষয় নিয়ে সরব হন।

নারী ও শিশুকল্যাণ সম্পর্কিত আইন পকসো সংশোধনী বিল ২০১৯ নিয়ে বিতর্কের ঝড় ওঠে রাজ্যসভায়। সংশোধিত এই বিলে শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড যোগ করা হয়েছে। যা সমর্থন করেছেন ডেরেক ও’ব্রায়েন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন