মাছ-মুরগি চাষের জন্য দেশে এলো শুকরের বর্জ্য

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

আমাদের দেশে মাছ ও মুরগির খাবারের জন্য বিভিন্ন রকম জিনিস ব্যবহৃত হয়ে আসছে। একটা সময় গ্রামে গেলে ঘের বা পুকুরের ওপর বাঁশ দিয়ে টয়লেট নির্মাণের দৃশ্যও চোখে পড়তো। বিদেশ থেকেও বিভিন্ন রকমের পদার্থ আনা হয় মাছ-মুরগি চাষের জন্য। এর জেরে এবার দেশে মাছ-মুরগির খাবারের নামে আমদানি করা হল শুকরের বর্জ্য।

মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক এমন পণ্যের তিনটি বড় চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর দিয়ে আসা আটককৃত চালানে ৮৫ টিইইউএস কন্টেইনারে মিলেছে ফিশ ফুডের নামে আমদানি করা ১৪ লাখ ৮ হাজার ৭২০ (১,৪০৮ মেট্রিক টন) কেজি শুকরসহ গবাদিপশুর বর্জ্য।

কাস্টম হাউসের নিজস্ব পরীক্ষাগারসহ দেশের তিনটি নামকরা পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে আমদানিকৃত মাছের খাবার ‘মিট অ্যান্ড বোন মিল’ এবং তা আমদানি নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

গতকাল বুধবার কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, আমরা নমুনা পরীক্ষায় নিশ্চিত হয়েছি তিনটি চালানেই আমদানি নিষিদ্ধ শুকরের বর্জ্য পাওয়া গেছে। তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন