
ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে অধিকৃত গোলান মালভূমি ফেরত নেওয়ার বিষয়টিকেই সিরিয়া এখন অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। এজন্য সম্ভাব্য সব বৈধ পন্থা অবলম্বন করা হবে বলেও জানান তিনি।
সিরীয় রাষ্ট্রদূত বলেন, আরব ভূমিতে ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব আন্তর্জাতিক সমস্ত আইন-কানুন ও নিয়মনীতির বিশ্বাসযোগ্যতা এবং সম্মানের প্রতি বিপজ্জনক চ্যালেঞ্জ। আরব ভূমিতে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব পাস করেছিল তা বাস্তবায়ন করতে না পারায় সংস্থার সমালোচনা করেন সিরিয়ার রাষ্ট্রদূত।
গতকাল মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে এসব কথা বলেছেন বাশার আল-জাফারি।
তিনি বলেন, গোলান ফেরত পাওয়ার জন্য সিরিয়া সব রকমের প্রচেষ্টা চালাবে। এসব প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে বলে তিনি উল্লেখ করেন। জাফারি বলেন, গোলান মালভূমি দখল করে অবৈধ বসতি সম্প্রসারণের জন্য ইহুদিবাদী ইসরাইল সেখানকার জনগণের সম্পদ লুট করছে।
আইএ/পাবলিক ভয়েস

