
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম, দেশ ও মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একদিকে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের রাষ্ট্রীয় সুনাম ক্ষুন্নকারী বক্তব্য দিয়েছেন। অন্যদিতে ইসকন কোমলমতি মুসলিম শিশুদেরকে প্রসাদ খাওয়ানো সহ তাদেরকে সনাতন ধর্মীয় মন্ত্র পাঠে বাধ্য করেছে। এসব দেশের স্বার্ভভৌমত্ব ও ইসলামী বিদ্বেষী ষড়যন্ত্রের অংশ।
পীর সাহেরব চরমোনাই বলেন, বাংলাদেশে মুসলিম মৌলবাদীরা হিন্দুদের জায়গাজমি দখল ও ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে মর্মে দেয়া প্রিয়া সাহার মিথ্যা বক্তব্য ৯২ ভাগ মুসলমানকে ব্যথিত ও মর্মাহত করেছে। তার এ বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মুসলমানরা অন্য কোনো ধর্মের ওপর আক্রমন করেছে এমন ইতিহাস নেই। কাজেই মুসলমানদের বিরুদ্ধে এ ধরণে অভিযোগ ষড়যন্ত্রের অংশ। এ ধরণের চক্রান্ত অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে উল্লেখ্য করে তিনি সকলকে ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে যে কোনো চক্রান্ত রুখে দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বরেণ্য আলেম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা মনিরুজ্জামানসহ স্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য রাখেন। এসব স্থানীয় চেয়ারম্যান, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমর্থন ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম নির্যাতন, জুলুম ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত ৩০ জুলাই ভারতীয় দুতাবাস অভিমুখে অনুষ্ঠিতব্য গণমিছিল ও স্বারকলিপি পেশ কর্মসূচির প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমর্থণ জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতা সংগঠনের মধ্যে রয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সহ-সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কেএম আতিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিন, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুগ্ম মহাসচিব মুফতী বাকি বিল্লাহ, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী প্রমুখ।
এছাড়াও সৌদি আরব, ওমান, কাতার, দক্ষিন আফ্রিক, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রায় দেড়শো প্রবাসী আলেম এ নিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে মুসলিম নিধন চলছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। জাতিসংঘ, ওআইসিসহ মুসলিম দেশগুলো বিশেষ করে সউদী আরব নিরব ভুমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ সরকারও নতজানু নীতির কারণে ভারতের অন্যায় আচরণের নিন্দা করতে পারছে না। যা আমাদেরকে ব্যথিতও মর্মাহত করছে। তাই ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমূখে গণমিছিল ও স্বারকলিপি কর্মসূচি সফল করে ভারতে নির্যাতিত মজলুম মুসলমানদের পক্ষে অবস্থান নিতে হবে।

