পল্টন মোড়ে বোমা, খামারবাড়িতে বোমাসদৃশ বস্তু

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

রাজধানীর পল্টন মোড়ে পুলিশ বক্সের সামনে থেকে একটি বোমাসদৃশ্য উদ্ধার করে তার বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরবর্তীতে খামারবাড়িতে একই ধরনের একটি বস্তু দেখতে পাওয়ায় তা ঘিরে আতঙ্ক তৈরি হয়। গতকাল মঙ্গলবার গভীর রাতে এঘটনা ঘটেছে।

পল্টন মোড় থেকে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। আর খামারবাড়ি থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধারের খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসানের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখতে পান পুলিশ সদস্যরা। তারা কার্টনের ভেতর তার প্যাঁচানো একটি বস্তু দেখে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেন। পরে দলটি ঘটনাস্থলে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটান।

এ ছাড়া কাছাকাছি সময় সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ী চত্বরে একই ধরনের একটি জিনিস দেখতে পান মেট্রোরেল প্রকল্পের কর্মীরা। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা গিয়ে ওই এলাকা ঘিরে রাখে। রাত দেড়টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে কাজ শুরু করেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান বলেন, বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বস্তুটি বোমা কিনা- তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন