
রাশিয়ার সামরিক বিমান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া৷ সিউলের দাবি, রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল৷ কোরিয়ার পূর্ব উপকূলে ছোট্ট দ্বীপ দোকদো যার মালিকানা দাবি করে দক্ষিণ কোরিয়া ও জাপান উভয় দেশ। আজ মঙ্গলবার সেই সীমান্ত এলাকা দিয়ে রাশিয়ার তিনটি বিমান ঢুকে পড়ে৷ খবর পার্সটুডে’র।
খবরে বলা হয়, এদের মধ্যে দু’টি টিইউ-৯৫ বম্বার্স ও একটি এ-৫০ বিমান৷ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের আকাশসীমায় ঢুকে পড়া রাশিয়ার তিনটি যুদ্ধবিমানকে সতর্ক করতে ৩৬০ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে৷ সিউল বলেছে, তাদের একটি এফ-১৫ ও একটি এফ-১৬ বিমান সতর্কতামূলক গুলিবর্ষণ শুরু করে৷
প্রথমবার স্থানীয় সময় সকাল নয়টায় রাশিয়ার বিমানগুলো তিন মিনিটের জন্য ঢুকে আবার বেরিয়ে যায়৷ আধাঘন্টা পরে আবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢোকে রাশিয়ার বিমানগুলো৷ এ পর্যায়ে দুই দেশের বিমানগুলো এক কিলোমিটার দূরত্বে চলে আসে৷
আইএ/পাবলিক ভয়েস

