
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান সালিহ আল আরোরি বলেছেন, মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান ইহুদিবাদী ইসরাইলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। ইসরাইল নিশ্চিতভাবে ধ্বংস হবে বলে তিনি জানান। ইরান সফররত হামাসের এই নেতা আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
তিনি বলেন, মুসলিম উম্মাহ দখলদার ইসরাইল ও তার মিত্রদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সালিহ আল আরোরি বলেন, হামাস ইহুদিবাদী শত্রুদের মোকাবেলায় ফ্রন্ট লাইনে রয়েছে এবং দখলদারদের বিরুদ্ধে হামাস লড়াই চালিয়ে যাবে।
তিনি বলেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের বিরুদ্ধে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান ব্যবহারের হুমকি দিয়েছেন। কিন্তু এই জঙ্গিবিমান এবং তাদের পরমাণু অস্ত্র ইসরাইলের ধ্বংস ঠেকাতে পারবে না।
ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে গতকালের বৈঠক প্রসঙ্গে হামাসের এই নেতা বলেন, ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আমাদের বৈঠক ছিল অনুপ্রেরণায় ভরপুর।আমরা সেখানে অনুপ্রাণিত হয়েছি। আমরা বুঝতে পেরেছি ইরানের সর্বোচ্চ নেতার হৃদয় ও চিন্তা-চেতনা জুড়ে রয়েছে ফিলিস্তিন, বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদ। তিনি বলেন, আমরা সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পেরে অত্যন্ত খুশি। বারবারই তার সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক আমরা।
তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান। হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়ার একটি চিঠি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির কাছে হস্তান্তরের কথা জানিয়ে তিনি বলেন, এই চিঠিটি ইরানের প্রতি হামাসের সংহতির নিদর্শন। আমেরিকা ও তার মিত্রদের চাপ ও নিষেধাজ্ঞার মোকাবেলায় হামাস ইরানের পাশে রয়েছে বলে তিনি জানান।
আইএ/পাবলিক ভয়েস

