
মুম্বইয়ের এমটিএনএল বিল্ডিংয়ে ভয়াবহ আগুন। অন্তত ১০০ কর্মী আটকে আছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, পশ্চিম বান্দ্রায় এই কেন্দ্রীয় সরকারি টেলিকম দফতরটি অবস্থিত। খবর কলকাতা নিউজের।
খবরে বলা হয়েছে, ইতিমধ্যেই দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। উদ্ধার করা হচ্ছে আটকে পড়া কর্মীদের। এমটিএমএল ভবনের চতুর্থ ও পঞ্চম তলে আগগুন লেগেছে৷ তবে আটকে পড়া কর্মীদের ধীরে ধীরে নামিয়ে আনতে শুরু করেছে দমকল বাহিনী৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি৷
আইএ/পাবলিক ভয়েস

