ব্যারিস্টার সুমনের নামে পাল্টা মামলার হুমকি ; সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশ সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করাসহ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার দায়ে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার আবেদন করা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নামে পাল্টা মামলা করার হুমকি দিয়েছে হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়।

সুমন কুমার রায় ফেসবুকে স্টাটাস দিয়ে এ মামলা করার হুমকি দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়েছেন অসংখ্য নেটিজানরা। তারা ব্যারিস্টার সুমনের পক্ষে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হলে কঠোর প্রতিবাদ করবে বলে জানিয়েছেন।

এ ব্যাপারে পাবলিক ভয়েস টোয়েন্টিফোরের পক্ষ থেকে একটি জরিপ পরিচালনা করা হলে সেখানে দেখা গেছে প্রায় ৯৯% মানুষ ব্যারিস্টার সুমনের পক্ষে অবস্থান নিয়েছেন। গতরাতে প্রকাশ করা জরিপটিতে এ পর্যন্ত প্রায় আটশ মন্তব্য পড়েছে। যেসব মন্তব্যে বেশিরভাগ মানুষকেই দেখা গেছে ব্যারিস্টার সুমনের পক্ষে অবস্থান নিতে।

মন্তব্যকারীরা স্বাধীনভাবে তাদের মতামতে জানিয়েছেন, ব্যারিস্টার সুমন দেশের পক্ষে অবস্থান নিয়ে প্রিয়া সাহার বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন। কিন্তু হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি কোন যুক্তিতে ব্যারিস্টার সুমনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন তা বোধগম্য নয় কারোরই। এক্ষেত্রে অনেকেই প্রিয়া সাহার রাষ্ট্রবিরোধী বক্তব্যের পক্ষে হিন্দু আইনজীবী পরিষদ দাড়াচ্ছে বলে মতামত দিয়েছেন। সাথে সাথে ব্যারিস্টার সুমনের মামলা খারিজ করে দেওয়ার সমালোচনাও করেছেন অনেকে। সাথে সাথে ব্যারিস্টার সুমনের নিরাপত্তা প্রদানে সরকারকে আন্তরিক হওয়ার আবেদনও জানিয়েছেন অনেকে।

প্রসঙ্গত : গত ১৭ জুলাই মহিলা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করে বলেন, বাংলাদেশের প্রায় ৩৭ মিলিয়ন (৩ কোটি ৭ লাখ) সংখ্যালঘুদেরকে বিভিন্ন ভাবে খুন, গুম করা হয়েছে। এমনকি সে নিজেও দাবি করেছে তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে মুসলিমরা। এবং এসবই হয়েছে রাষ্ট্রীয় মদদে মুসলিম ফান্ডামেন্টাল গ্রুপের মাধ্যমে। কিন্তু বাস্তবিকভাবে বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ এবং সুন্দর জীবন যাপন করে থাকে যা বিশ্বব্যাপী স্বীকৃত বিষয়। কেবলমাত্র হিংসার বশবর্তি হয়ে দেশের বিরুদ্ধে এমন ভয়ংকর মিথ্যা অভিযোগ দিয়ে সারাদেশে নিন্দিত হচ্ছেন এই প্রিয়া সাহা। তার এই বক্তব্যের প্রতিবাদে ঢাকায়, বি-বাড়িয়ায় এবং পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলে আদালত এ মামলা খারিজ করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুজোগ না দিয়ে তার নামে কোনো মামলা নয়।

মন্তব্য করুন