

মোর সামনে করলো তাঁরা
জননীকে ধর্ষণ
চাইনা বাঁচতে! যাবো মরে
কর গুলি বর্ষণ
এমন স্বাধীন দেশে আমি
চাইনা করতে বাস
নাইরে জীবনের নিশ্চয়তা
নিমিষেই হয় লাশ।
আর কতো ধর্ষণ হলে
জাগবে ভাই মনুষ্যত্ব?
এই দেশে নেই মানবতা
বিবেক আজ বিলুপ্ত!
আর কতো কাধঁবে বলো
‘তনু’ আপুর ভাই?
হায়নাদের থাবায় আজ
জননীর রক্ষা নাই।