
রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে এক নারীকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে গতকাল রোববার রাতে তাদের আটক করা হয়েছে।
গতকাল রোববার (২১ জুলাই) দিনগত রাতে বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন, জাফর, শাহীন ও বাপ্পী।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গণপিটুনির ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে বাড্ডা থেকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।
জিআরএস/পাবলিক ভয়েস
