
ভারতের আসামে বন্যার কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষের জনজীবনে আশঙ্কা সৃষ্টি হয়েছে। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা আদায় করছে ভারতের হায়দরাবাদের মুসলিমরা। আজ রোববার তীব্র পানি সংকট নিরসনে বৃষ্টির জন্য নামাজে ইস্তিসকারের আয়োজন করা হয়। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে হিমায়েত সাগর লেকের সামনে রবিবার স্থানীয় মুসলিমরা বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে। বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, শুকিয়ে গেছে বড় জলাধারগুলোও। তামিলনাড়ুর চেন্নাইতে ট্রেনে করে ২৫ লাখ লিটার পাঠিয়েও সংকট মেটানো যায়নি। একইভাবে হায়দরাবাদেও পানির স্তর একদম তলানিতে গিয়ে ঠেকেছে। বৃষ্টি না হলে জলাধারগুলো শুকিয়ে যাবে ৪০ দিনের মধ্যে। তারপর শেষ হয়ে যাবে হায়দরাবাদের পানি। এমনকি পানি বাঁচাতে সিনেমার শুটিংয়ে বৃষ্টির দৃশ্য বন্ধ করে দিয়েছেন নির্মাতারা।
জানা গেছে, দিকান ওয়াকফ প্রোটেকশন সোসাইটির আয়োজনে এই নামাজে ইস্তিসকার অনুষ্ঠিত হয়। এ ছাড়া শহরের সব মসজিদেও এই নামাজ আদায়ের আহ্বান জানানো হয়। গত বছরের অনাবৃষ্টি এবং এ বছর বর্ষা মৌসুম এখনো শুরু না হওয়ায় ভারতের কয়েকটি রাজ্যে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।
আইএ/পাবলিক ভয়েস

