প্রধানমন্ত্রী হয়েও সাধারণ ফ্লাইটে আমেরিকা গেলেন ইমরান খান

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯
ইমরান খান

প্রধানমন্ত্রী হয়েও সাধারণ ফ্লাইটে আমেরিকা গেলেন ইমরান খান। রাষ্ট্রপ্রধানরা এমন সফরে প্রাইভেট বিমান ব্যবহার করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সরকারি সফরে যুক্তরাষ্ট্রের গেলেন ইমরান খান। 

পাকিস্তানি গণমাধ্যমে বলা হয়, যাত্রাপথে দোহা’য় বিরতির সময়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আকবার আল বাকের। যাত্রায় তার সঙ্গী ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া ও আইএসআই’র মহাপরিচালক। তাদেরকে সঙ্গে নিয়ে কাতার থেকে ইমরান ওয়াশিংটনগামী ফ্লাইটে আরোহণ করেন।

যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি কোনো বিলাসবহুল হোটেলে উঠার পরিবর্তে সেখানে নিজদেশের রাষ্ট্রদূতের বাসভবনে উঠার পরিকল্পনা নিয়েছেন। তিনি ‘খরচ কমাও’ নীতি গ্রহণ করেছেন। শনিবার কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে ওয়াশিংটনে পৌঁছান ইমরান।

পাকিস্তান সরকার বলছে, পুরো এই সফরে খরচ অনেক কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এ খাতে মোট খরচ হতে পারে ৬০ হাজার ডলার। সরকারের মতে, ইমরান খানের পূর্ববর্তী সরকার প্রধানরা এমন সফরে যে পরিমাণ অর্থ খরচ করেছেন এই অর্থ তার চেয়ে অনেকটাই কম। জানা গেছে, আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবেন ইমরান খান।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন