পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, বাড়তে পারে মৃতের সংখ্যা

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। রবিবার সকালে ট্রমা সেন্টারের মধ্যে হয়েছে সেই বিস্ফোরণ। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছে আরও একাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমে দেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণ হয়।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, রোগী ও হাসপাতালের স্টাফদের টার্গেট করে আত্মঘাতী জঙ্গি। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। এদিকে এদিন সকালেই এক বন্দুকবাজের হানায় পাকিস্তানের এই জেলায় দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন