
কাশ্মীর ইস্যুতে কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না মোদী সরকার। সে বিষয়ে আরও একবার সরব হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, খুব শীঘ্রই উপত্যকা মুক্ত হবে। শনিবার ভারতের কাঠুয়ার উঝ এবং সাম্বা জেলার বাসান্তরে দু’টি সেতুর উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, “কাশ্মীর সমস্যার সমাধান হবেই। পৃথিবীর কোনো শক্তি তা আটকাতে পারবে না। কেউ যদি কথার মাধ্যমে সমাধান না চায় তাহলে আমরা খুব ভালো করে জানি কীভাবে এর সমাধান খুঁজতে হয়।”
তিনি বলেন, “উপত্যকায় যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদেরকে বলছি সমাধান চাইলে অবশ্যই আলোচনায় বসা উচিত। একসাথে বসে সমস্যাটা বোঝা প্রয়োজন যাতে একজোট হয়েই সমস্যার সমাধান করা যায়।” যত তাড়াতাড়ি সম্ভব উপত্যকায় শান্তি ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
নরেন্দ্র মোদী সরকারের প্রথম দফায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন রাজনাথ সিংহ একাধিকবার কাশ্মীরের নেতাদের আলোচনায় বসতে আহ্বান জানিয়েছিলেন।
আইএ/পাবলিক ভয়েস

