চীনে গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ১০

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

চীনে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ১৯ জন আহত ও পাঁচজন নিখোঁজ রয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। শনিবার (২০ জুলাই) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়ে   ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিস্ফোরণের পরপরই প্ল্যান্টটিতে চলমান কাজ বন্ধ করে দেওয়া হয়। চীনের বিভিন্ন কারখানা, পাওয়ার প্ল্যান্ট ও খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই বিস্ফোরণসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (১৯ জুলাই) বিকেলে দেশটির হেনান প্রদেশের ইয়িমা শহরের একটি গ্যাস প্ল্যান্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে ঘটনাস্থল থেকে শুরু করে প্রায় দুই মাইল পর্যন্ত এলাকায় অনেক ভবনের জানালার গ্লাস ভেঙে গেছে।

এর আগে মার্চে দেশটির পূর্বাঞ্চলীয় জিগাংসু প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ২০১৫ সালে। সে সময় দেশটির বন্দর নগরী তিয়ানজিয়ানে একটি রাসায়নিক ওয়্যারহাউসে বিস্ফোরণে ১৭৩ জনের প্রাণহানি হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন