বালি হত্যা রহস্য; স্ত্রীকে টুকরো টুকরো করে গঙ্গায় ফেলতে যায় স্বামী!

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

দু’ দিনের মাথায় বালি হত্যার নতুন রহস্য বেড়িয়ে এল। সিসিটিভি ফুটেজ দেখে স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। খবর জি নিউজের।

খবরে জানানো হয়, তদন্তে জানা গিয়েছে, শিবপুরের বাড়িতেই চলে নৃশংস হত্যালীলা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেহ টুকরো টুকরো করে ব্যাগে ঢুকিয়ে রিকশায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের জেরা করে এমনটা জানতে পেরেছেন গোয়ান্দারা।

খুনের কারণ এখনও স্পষ্ট নয়। দফায় দফায় জেরা করা হচ্ছে নিহতের স্বামীকে। খুন হওয়া মহিলার পরিচয়ও জানা গিয়েছে । মহিলার নাম সোনি রজক। পুলিশ ও গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে আরও একটি নতুন তথ্য।

গঙ্গার ঘাটে পাশাপাশি দুটি ব্যাগ পাওয়া যায়। যার মধ্যে একটিতে পাওয়া যায় খণ্ড-বিখণ্ড মৃতদেহ। আরেকটির মধ্যে ছিল ধারালো অস্ত্র ও জামাকাপড় । প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা মনে করছেন, ভোর রাতে গিয়েই ব্যাগ দুটি রেখে আসে অপরাধী।

গত বৃহস্পতিবার সকালে হাওড়ার বালির জেটিয়া ঘাটে একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগের মধ্যে থেকেই উদ্ধার হয় মহিলার টুকরো টুকরো দেহ। সেদিন নিহত মহিলার পরিচয় জানা যায়নি। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। শুরু হয় তদন্ত।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন