
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বলেছেন, বিশ্ব জনমতের কাছে আমেরিকা এখন সবচেয়ে ঘৃণিত, ইতিহাসের আর কোনো পর্যায়েই মার্কিনীরা এতো অপমানজনক অবস্থার মধ্যে ছিল না।তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
আয়াতুল্লাহ ইমামি কাশানি আরও বলেন, মার্কিন শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি লঙ্ঘন এবং অন্যায় পদক্ষেপের মাধ্যমে গোটা মার্কিন জাতিকে বিশ্বের সামনে অপমানিত করেছে। বিশ্ববাসীর কাছে আমেরিকা একেবারেই গুরুত্বহীন হিসেবে গণ্য হচ্ছে। ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন ভূমিকা এবং ইউরোপের প্রতিশ্রুতি লঙ্ঘনের নিন্দা জানিয়ে তিনি বলেন, ইউরোপ প্রতিশ্রুতি রক্ষা না করায় ইরান পরমাণু সমঝোতায় দেওয়া কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত করেছে।এটা ইরানের ন্যায্য অধিকার, গোটা বিশ্বই বিষয়টিকে ভালোভাবে নিয়েছে।
তিনি তরুণদেরকে ইসলামী দিক নির্দেশনা এবং কোরআনের শিক্ষা সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। আয়াতুল্লাহ কাশানি বলেন, ইসলামের শত্রুরা মুসলমানদের সব কিছুকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা তরুণ সমাজকে নানা ধরনের অনৈতিক কাজে উসকানি দিচ্ছে যাতে তরুণরা পাপের পথে অগ্রসর হয়। আর এর ফলে শয়তানি শক্তি সহজেই মুসলিম দেশ ও সমাজের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
ইরানের একটি তেল ট্যাংকার আটকের নিন্দা জানিয়ে তিনি বলেন, ব্রিটেন এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরান জাতিসংঘে ব্রিটেনের বিরুদ্ধে অভিযোগ করতে পারে এবং তেল ট্যাংকারের মালিকও ইউরোপের আদালত যেতে পারে।
আইএ/পাবলিক ভয়েস

