
মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ মোতায়েন এক নৌ সেনা নিখোঁজ হয়েছে। মার্কিন নৌ বাহিনীরি বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমধ্যম পার্সটুডে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের একজন সেনা নিখোঁজ হয়েছে এবং তাকে উদ্ধারে অভিযান চলছে।
মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছে, নিখোঁজ সেনাকে উদ্ধারে আরব সাগরে আমেরিকা, স্পেন ও পাকিস্তানের চারটি জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন নৌবাহিনী নিখোঁজ সেনার নাম প্রকাশ করেনি এবং কীভাবে ওই সেনা নিখোঁজ হলো তাও জানায় নি।
কিছুদিন আগে আমেরিকা পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টির জন্য বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মোতায়েনের ঘোষণা দেয়। আব্রাহাম লিংকন পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় ইরান বলেছিল, ওই রণতরীকে তারা হুমকি হিসেবে দেখছে না বরং সেটাকে সহজ টার্গেট হিসেবে বিবেচনা করছে।
আইএ/পাবলিক ভয়েস

