পাকিস্তান আমাকে কুকুরও মনে করেনি: গোপাল চাওলা

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

সম্প্রতি ইমরান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন খালিস্তানপন্থী নেতা গোপাল চাওলা। তিনি বলেছেন, পাকিস্তানে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। কুকুরের সঙ্গেও এর থেকে ভাল ব্যবহার করা হয়।  সোশ্যাল মিডিয়ায়গোপাল চাওলার ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে ‘‌পাকিস্তান আমাকে কুকুরও মনে করেনি।’‌

সম্প্রতি ভারতের আপত্তি থাকায় শিখ গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি (‌পিএসজিপিসি)‌ থেকে গোপাল চাওলাকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সে প্রসঙ্গেই তিনি বলেন, ‘‌কোনো কারণেই হয়ত আমাকে ওই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার আগে পিএসজিপিসি’র সদস্যরা একটা বৈঠকও ডাকতে পারত। তারপরই না ঘোষণা করা হত।

কেউই আমাদের কথা ধর্তব্যের মধ্যে আনেননি। আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে।’ প্রসঙ্গত, কর্তারপুর করিডরের কোঅর্ডিনেশনের দায়িত্বে র‌য়েছে এই ‌পিএসজিপিসি কমিটি। তাই ভারতের আপত্তি থাকায় এই কমিটি থেকে সরানো হয় গোপাল চাওলাকে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন