ইসরাইলে আবিষ্কার হলো ১২শ’ বছর আগের মসজিদ

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

ইসরাইলের মরু এলাকায় ১২শ বছরের পুরোনো একটি মসজিদ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা৷ এটিকে ইহুদি দেশটিতে আবিষ্কৃত সবচেয়ে পুরাতন মসজিদ বলে ধারণা করা হচ্ছে৷ প্রত্নতাত্ত্বিকরা গতকাল ১৮ জুলাই দক্ষিণ ইসরাইলের নেগেব মরুভূমিতে ওই মসজিদ আবিষ্কারের ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ডয়চে ভেলে।

বিরল আবিষ্কারটি হয়েছে রাহাত অঞ্চলের বেদুইন শহরে৷ ‘‘এটি একটি ছোট শহুরে মসজিদ৷ নির্মাণের সময়কাল সপ্তম অথবা অষ্টম শতক হওয়ায় এটি পৃথিবীর মধ্যে বিরল আবিষ্কারের মধ্যে পড়তে পারে,’’ বলেছেন মসজিদটি খননকাজের দায়িত্বে থাকা জন সেলিগম্যান ও শাহার জুর৷

নেগেব মরুভূমির সবচেয়ে বড় শহর বায়ের-এলাকার উত্তরে এই ধরনের পুরাতন স্থাপনা এর আগে আবিষ্কৃত হয়নি৷ চতুর্ভুজ আকৃতি নির্মাণ করা হয় ভবনটি৷ মক্কার দিকে ফেরানো মেহরাব দেখে এটাকে মসজিদ হিসাবে চিহ্নিত করেন প্রত্নতাত্ত্বিকরা৷

ওই এলাকায় কৃষি খামার আবিষ্কৃত হওয়ায় কৃষকেরাই মসজিদটি ব্যবহার করতেন ধারণা তাদের৷ প্রত্নতাত্ত্বিক গিদিওন আবনি বলেন, এটি বর্তমান ইসরাইল এলাকার।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন