জাপানে অ্যানিমেশন স্টুডিও ভবনে আগুন; নিহত বেড়ে ৩৩

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

জাপানের কিয়োটোতে একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩। গতকাল নিহতের সংখ্যা ছিল ২৩জন। স্থানীয় সংবাদমাধ্যম একজন পুলিশের বরাত দিয়ে জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে কিয়োটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিওতে এক ব্যক্তি গোপনে প্রবেশ করে কোন অজানা এক ধরণের তরল পদার্থ স্প্রে করে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই ঘটনায় এখনও অন্তত ৩০জন নিখোঁজ রয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি, তবে তাকে আটক করা হয়েছে এবং তার শরীরে চোট থাকায় হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে ঘটনা জানা গেলো? স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিন তলা ভবনে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।ভবনটিতে এখনও উদ্ধার অভিযান চলছে।

কিয়োটোর একজন পুলিশ সদস্য সংবাদ সংস্থা এএফপি’কে জানায় যে, এক ব্যক্তি ‘তরল পদার্থ স্প্রে করে সেখানে আগুন জ্বালিয়ে দেয়।’ স্থা নীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হচ্ছে যে, ঘটনাস্থলে পুলিশ ছুরিও পেয়েছে। তবে সন্দেহভাজন ব্যক্তির সাথে প্রতিষ্ঠানটির সম্পর্ক কী – সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এএফপি’কে দমকল বাহিনীর একজন মুখপাত্র জানান, “তিনতলা ভবনের ওপর থেকে আরো বেশ কয়েকজন ভুক্তভোগীকে বের করে আনার চেষ্টা করছি আমরা, যাদের মধ্যে অনেকে হয়তো নিজেরা নড়াচড়াও করতে পারেন না।” জাপানের কর্মকর্তারা বলছেন, অন্তত ২৩ জনকে ‘কার্ডিও পালমোনারি অ্যারেস্ট’ হওয়া অবস্থায় পাওয়া গেছে – জাপানে যেই পরিভাষা প্রায়ই ব্যবহার করা হয়, এমন ভুক্তভোগীদের জন্য যারা মারা গিয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যু নথিভুক্ত হয়নি।

একজন দমকল কর্মকর্তা জানায় অন্তত ১০জন ভুক্তভোগীকে ভবনের সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। কর্মকর্তারা বলছেন আগুন লাগার সময় ভবনে প্রায় ৭০ জন ছিলেন। বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে, হাসপাতালে প্রায় ৩৬ জন চিকিৎসা নিচ্ছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন