আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১২, আহত ৮০

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

আফগানিস্তানের কান্দাহারে পুলিশ হেডকোয়ার্টারে তালিবানি হামলায় ১২ জন নিহত হয়েছেন৷ আহতের সংখ্যা প্রায় ৮০৷ জানা গেছে গত বুধবার কান্দাহারের পুলিশ হেড কোয়ার্টারের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ হয়৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে পুলিশ আধিকারিকদের বক্তব্য তুলে ধরে বলা হয়, ওই স্থানে দুটি বিস্ফোরণ হয়৷ যার ফলে হেডকোয়ার্টারের একটি গেট গুঁড়িয়ে যায়৷ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি আজ শুক্রবার প্রকাশিত হয়েছে।

পুলিশ কমিশনার তদীন খান বরাত দিয়ে সূত্রের খবরে বলা হয়, হামলাকারীরা পুলিশের কাউন্টার নারকোচিক্স উইং-কে নিশানা করে৷ কমিশনার বলেন, শুধু বিস্ফোরণই নয়, আশেপাশের এলাকাতেও ওই হামলাকারীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে৷ তবে তাদের কড়া জবাব দেয় নিরাপত্তা রক্ষীরাও৷

এরইমধ্যে পুলিশ ঘটনাস্থল এবং আশেপাশের এলাকা ঘিরে ফেলে৷ আবার অন্য একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রথম বিস্ফোরণের পর পর পর তিনটি বিস্ফোরণ হয়৷ নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশও রয়েছে বলে জানা যাচ্ছে৷

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন