
কুলভূষণ মামলার রায় বেরনোর পর এবার মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের অন্যান্য মন্ত্রীদের মত তারও দাবি হার হয়েছে ভারতের। রায় গিয়েছে পাকিস্তানের পক্ষেই। আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলায় রায়ের পরের দিন সকালে টুইট করেন ইমরান।
টুইটেও তিনি দাবি করেন, ‘এটা পাকিস্তানের জয়।’ তিনি লিখেছেন, ‘কমান্ডার যাদব পাকিস্তানেই থাকবেন। পাকিস্তানের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বুধবার এই গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। আর সেই রায়ে পাকিস্তানকে মৃত্যুদণ্ডের নির্দেশ খতিয়ে দেখতে বলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তান কুলভূষণকে ফাঁসি দিতে পারবে না।
আগেই পাক বিদেশমন্ত্রী এসএম কুরেশি বলেছিলেন ভারত যা চেয়েছিল, তা নাকি হয়নি। তাই আদতে হার হয়েছে ভারতের। একই সুরে কথা বললেন সেদেশের প্রধানমন্ত্রীও। কুলভূষণ যাদবকে বেকসুর খালাস অথবা মুক্তি অথবা দেশে না ফেরানোর যে রায় আন্তর্জাতিক আদালত দিয়েছে তার প্রশংসা করেছেন তিনি।
ইমরান খান আরও লিখেছেন, ‘পাকিস্তানের মানুষের প্রতি অপরাধ করেছেন কুলভূষণ। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পাকিস্তান।’এর আগে সাংবাদিক বৈঠকে কুরেশি বলেন, ‘ভারত চেয়েছিল বেকসুর খালাস করা হোক, সেটা হয়নি। ভারত চেয়েছিল মুক্তি দেওয়া হোক, সেটা হয়নি। ভারত চেয়েছিল কুলভূষণ ফিরিয়ে দেওয়া হোক, সেটাও হয়নি। তা সত্বেও তারা দাবি করছে যে তারা জিতেছে।’
পাক আদালতের মৃত্যুদণ্ডের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ৪২ পাতার অর্ডারে সেই রায়ের উল্লেখ রয়েছে।পাশাপাশি ভারত যে বারবার কনস্যুলার অ্যাকসেস চেয়েছিল, তা পাকিস্তানের দেওয়া উচিৎ বলেও মন্তব্য করা হয়েছে। কুলভূষণের ক্ষেত্রে পাকিস্তান ভিয়েনা কনভেনশন ভেঙেছে বলে আন্তর্জাতিক আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস

