মধ্যস্থতা হয়নি; অযোধ্যা মামলার শুনানি ২ আগস্ট

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

অযোধ্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের৷ মধ্যস্থতা না হওয়ায় আগামী ২রা আগস্ট থেকে সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি হবে৷ জানা গিয়েছে, ৫ বিচারপতির বেঞ্চ প্রতিদিন শুনানি করবে৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন মধ্যস্থতাকারী কমিটিকে বিগত রিপোর্টগুলি জমা করতে নির্দেশ দেন৷

৩১ শে জুলাই পর্যন্ত এই মামলায় কি কি রায় ও শুনানি হয়েছে, তা ২রা অগাষ্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে৷ বৃহস্পতিবার মধ্যস্থতা কমিটির চেয়ারম্যান বিচারপতি কলিফুল্লা সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলা সংক্রান্ত কমিটির পর্যবেক্ষণ জমা দেন৷ ৩১শে জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে মধ্যস্থতা কমিটিকে৷ এর মধ্যে কমিটি কি রিপোর্ট দেয়, তার ওপর ভিত্তি করে শুনানি শুরু হবে ২রা অগাষ্ট৷

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন