ধর্ষণের বিরুদ্ধে ইশা আন্দোলনের নির্বাক পদযাত্রা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে ধর্ষকের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাক পদযাত্রা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে এ পদযাত্রা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর থেকে নির্বাক পদযাত্রা শুরু হয়ে দোয়েল চত্বরে গিয়ে তা শেষ হয়। এসময় মিছিলকারীদের হাতে ধর্ষণবিরোধী এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির আইন পাশ ও তা কার্যকর করার দাবি সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়।

‘দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা’র দাবিতে নির্বাক মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে ইশা আন্দোলন। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ‘ধর্ষকের কোনও ধর্ম নেই। তারা যে ধর্মের আবরণেই থাকুক না কেন, তাদের প্রকৃত পরিচয় তারা ধর্ষক এবং বিকৃত রুচিবোধের অপরাধী।’

নেতারা বলেন, ‘২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিশু ধর্ষণের শিকার হয়েছে ৫৩৭ জন, যার মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২০৮ জন শিশুকে। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৫৩টি শিশু। এ ধরণের ঘটনা কোনও সভ্য সমাজে শোভা পায় না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে দেশে ফাঁসির রায় কার্যকর করলে ধর্ষণের হার হ্রাস পাবে বলে আমরা আশাবাদী।’

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির আইন পাশ করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান ইশা আন্দোলনের নেতারা।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহর সঞ্চালনায় নির্বাক পদযাত্রায় উপস্থিত ছিলেন, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম, প্রকাশনা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, কলেজ সম্পাদক এম এম শোয়াইব, আলিয়া মাদরাসা সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সদস্য এম এ হাসিব গোলদার, ঢাবি শাখা সভাপতি শফিকুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি মাহদী হাসান, উত্তর সভাপতি মুনতাসির আহমাদ, দক্ষিণ সভাপতি আল আমিন সিদ্দিকীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন