
জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদকে আজ ফের গ্রেফতার করল পাকিস্তানের সন্ত্রাস দমন দফতর। আগামী ২১ জুলাই আমেরিকা সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ সকালে হাফিজ যখন লাহৌর থেকে গুজরানওয়ালার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় তখন তাকে গ্রেফতার করে পঞ্জাব প্রদেশের পুলিশ। খবর আনন্দবাজার।
খবরে বলা হয়, হাফিজ-সহ জামাত-উদ-দাওয়ার ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদত ও আর্থিক নয়ছয়ের ২৩টি অভিযোগ দায়ের করা হয়েছিল। হাফিজের হাতে থাকা স্বেচ্ছাসেবী সংগঠন ফলাতে-ই-ইনসানিয়তের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে খরচ করতো বলে অভিযোগ করা হয়েছে।
গুজরানওয়ালার সন্ত্রাস-বিরোধী আদালত ৭ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়ার পরে হাফিজকে কোট লাখপত জেলে রাখা হয়েছে। যদিও ভারতীয় গোয়েন্দারা বলছে, ‘হাফিজকে সেফ হাউসে রেখে বিশ্বকে সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দেওয়ার পুরনো কৌশলই নিয়েছে ইসলামাবাদ।’
সাউথ ব্লকের একটি সূত্র বলছে, এই মুহূর্তে সন্ত্রাস-বিরোধী ভাবমূর্তি তুলে ধরার দায় রয়েছে ইসলামাবাদের। কারণ, আন্তর্জাতিক আর্থিক নজরদারি সংস্থার (এফএটিএফ) পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে। তারা যে সব সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ করতে বলেছে, তার কুড়ি শতাংশও করে উঠতে পারেনি পাকিস্তান।
আগামী মাসে এফএটিএফের শীর্ষ বৈঠক। পাকিস্তানকে তারা কালো তালিকাভুক্ত করলে আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ইমরান সরকারকে। সামনেই আইএমএফের বড় অনুদান পাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। কালো তালিকাভুক্ত হলে তা বন্ধ হয়ে যাবে। তাই কিছু করে দেখানোর চাপ ছিল তাদের উপরে।
আইএ/পাবলিক ভয়েস

