তুরস্কের ৩ কূটনৈতিককে গুলি করে হত্যা ইরাকে

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একটি রেস্টুরেন্টে তুরস্কের ৩ কূটনৈতিক গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।  রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে তারা জানিয়েছে, ইরাকে তুরস্কের উপ কনসাল জেনারেল এবং অন্য দুই কূটনীতিক ইরবিল হামলায় নিহত হয়েছেন।চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি(পিকেকে) এ হামলা চালিয়েছে বলে দাবি করছে ইরাকি নিরাপত্তা সূত্র।

জানা গেছে, বুধবার ওই অঞ্চলের রাজধানী এরবিলের সেই রেস্টুরেন্টে এ হামলা চালায় এক বন্দুকধারী। দুটি অস্ত্র নিয়ে আসা ওই বন্দুকধারী রেস্টুরেন্টের পেছন থেকে গুলি করেই পালিয়ে যায়। কারা এই হামলায় জড়িত তা এখনো জানা যায়নি। তাছাড়া এরবিলে এ ধরনের ঘটনাও বিরল। তবে তুরস্ক কুর্দিদের বিরুদ্ধে সামরিক বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় পড়শী দেশ ইরাকের কুর্দির মধ্যেও আঙ্কারাবিরোধী ক্ষোভ আছে বলে মনে করা হয়।

উল্লেখ্য, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় পিকেকের নাম রয়েছে। ১৯৮০ এর দশক থেকে তারা তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন