চট্টগ্রামে মুসলিম শিশুদের মাঝে ‘কৃষ্ণ প্রসাদ’ বিতরণ ধৃষ্টতার শামিল: ইসলামী আন্দোলন

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে কোমলমতি মুসলিম শিশু-কিশোরদের মাঝে হিন্দুত্ববাদের শ্লোগান দিয়ে ‘কৃষ্ণ প্রসাদ’ বিতরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া। আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় এহেন কর্মকান্ডের কঠোর সমালোচনা করে বলেন, ‘ইসকন’ ও তাদের ‘ফুড ফর লাইফ’-এর এহেন কর্মসূচীকে চরম ধৃষ্টতা ও সংবিধানবিরোধী।

নেতৃদ্বয় বলেন, হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানে মুসলিম শিশুদের মাঝে কৃষ্ণ প্রসাদ বিতরণ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে উগ্রবাদী সংগঠন ইসকন। ‘হরে কৃষ্ণ, হরে রাম’ শ্লোগান দিয়ে এ প্রসাদ বিতরণ করে মুসলিম ধর্মীয় চেতনাবোধেও মারাত্মক আঘাত করেছে। মুসলমানদের ঈমান-আক্বিদার জায়গা থেকে এসব কুফরী শব্দ মুখে আনতে পারে না। এই প্রসাদ আহার করা মুসলমানদের জন্য হারাম।

নেতৃদ্বয় বলেন, বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, ইসকন উগ্রবাদী এবং ইসরাইলের একটি সংগঠন। এদেশে বসে ধর্মীয় সহিংসতা সৃষ্টি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসকনকে নিষিদ্ধ করে তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এবং অনতিবিলম্বে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল স্কুল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট অনুমতিদাতাদেরকে বিচারের আওতায় আনার পাশাপাশি ইসকনের যারা এই কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় মুলমানদের ঈমান আকিদা রক্ষার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার স্বার্থে এসব উগ্রবাদি সংগঠনের কর্মকান্ডের বিরুদ্ধে ঈমানদার জনতা দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।

মন্তব্য করুন