
রাজধানীর সদরঘাটে পাটুয়াটুলীতে পুরনো একটি দোতলা ভবন ধসে ফল ব্যবসায়ী বাবা ও ছেলে ভবসের নীচে আটকা পড়েছে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
আজ বুধবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস মনে করছে ধসের ঘটনা ঘটেছে আগের রাতেই। ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে উদ্ধার কাজও অনিরাপদ হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছে।
স্থানীয়রা জানায়, শত বছরের পুরানো এই ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল। তবে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন। ভবনের ভেতরে বাবা ও ছেলে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে স্থানীয়রা।
কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান বলেন, আমরা শুনেছি সেখানে কয়েকজন আটকা পড়েছে। তবে তা কতটুকু সত্য, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার ব্রিগেড কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমরা ঝুঁকির মধ্যেও উদ্ধার অভিযান চালাচ্ছি। একটা আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় উপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনও নিশ্চিত না এখানে কেউ চাপা পড়েছে কিনা। তবে লোক মুখে শুনেছি দুইজন নিখোঁজ আছেন।
জিআরএস/পাবলিক ভয়েস
