বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

আমেরিকার ইতিহাসে নিজেদের অশুভ লক্ষ্য হাসিলের জন্য তারাই অন্য দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ গতকাল (সোমবার) সংখ্যাগরিষ্ঠ ভোটে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। এই প্রস্তাবের খসড়ায় ভেনিজুয়েলা ও ফিলিস্তিনকে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটির পক্ষে ২৮ ভোট এবং বিপক্ষে ১৪টি ভোট পড়ে।

এ ছাড়া পাঁচটি দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাব পাশের পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ প্রস্তাবের প্রতি মানবাধিকার পরিষদের সদস্য দেশগুলোর সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘এটি এমন এক বিজয় যা আন্তর্জাতিক সহযোগিতা বিস্তারের সুযোগ এনে দেয়ার পাশাপাশি অধিকাংশ দেশ মার্কিন অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

রাজনৈতিক, বাণিজ্য, নিরাপত্তা এমনকি মানবাধিকারসহ যে কোনো অজুহাতে আমেরিকা বিরোধী বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার অস্ত্র ব্যবহার করছে। এর মাধ্যমে ওয়াশিংটন প্রকৃতপক্ষে ক্ষমতার অপব্যবহার করে নিজের অবৈধ স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

ট্রাম্প প্রশাসন মনে করে নিজের স্বার্থ আদায় এবং অন্য দেশকে নতজানু করার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা একমাত্র কার্যকর পন্থা। মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েস মিচেল বলেছেন, নিষেধাজ্ঞা আমেরিকার কৌশলগত হাতিয়া এবং বর্তমানে বিভিন্ন দেশের বিরুদ্ধে মোট ৪১৯০টি নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

 আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন