২০২০ সালের মধ্যে এস-৪০০ মোতায়েন সম্পূর্ণ করা হবে: এরদোগান

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

রাশিয়ার কাছ থেকে সংগৃহিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘এস-৪০০’ আগামী বছরের এপ্রিল নাগাদ পুরোপুরি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একইসঙ্গে আঙ্কারা মস্কোর সঙ্গে যৌথভাবে এই ব্যবস্থা উৎপাদন করতে চায় বলে তিনি আগ্রহ প্রকাশ করেছেন।

২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের তৃতীয় বার্ষিকীতে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে এক জনসভায় এরদোগান একথা জানান।তিনি বলেন, এ পর্যন্ত আটটি বিমানে করে এস-৪০০’র বিভিন্ন অংশ তুরস্কে আনা হয়েছে এবং বাকি অংশগুলো শিগগিরই আঙ্কারায় এসে পৌঁছাবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ২০২০ সালের এপ্রিলের মধ্যে এসব ব্যবস্থা নির্ধারিত স্থানগুলোতে পুরোপুরি মোতায়েন করা হবে। তিনি বলেন, যারা আমাদের দেশে হামলা করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা হচ্ছে এস-৪০০।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন