
ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য স্বস্তির খবর। পাকিস্তানের আকাশসীমায় ভারতের সমস্ত অসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশেটির সরকার। ফেব্রুয়ারিতে ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের পর থেকেই পাক আকাশসীমায় ভারতীয় বিমানের উড়ান আংশিক ভাবে নিষিদ্ধ করেছিল পাকিস্তান। খবর আনন্দবাজের।
খবরে বলা হয়, আজ মঙ্গলবার ( ১৬ জুলাই) সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে লাভবান হবে এয়ার ইন্ডিয়া। পাক আকাশসীমা বন্ধ থাকায় সংস্থার বহু আন্তর্জাতিক উড়ান ঘুরপথে যাতায়াত করছিল।
যার ফলে এয়ার ইন্ডিয়ার প্রায় ৪৯১ কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতির বোঝা বইতে হয়েছে। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এ দিন ১২টা ৪১ মিনিট থেকে সমস্ত এয়ারলাইন্সই পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে। শীঘ্রই ভারতের বিমান সংস্থাগুলিও পাক আকাশে তার স্বাভাবিক যাত্রাপথে বিমান চালনা করতে পারবে।’
আইএ/পাবলিক ভয়েস

