
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর স্থানীয় সময় সোমবার রাতে এ আহ্বান জানান।
বৈঠকে ইরানের সঙ্গে পরমাণু শক্তিধর দেশগুলোর উত্তেজনা নিরসন ও দেশগুলোর পরমাণু চুক্তি বহাল রাখার বিষয় প্রাধান্য পায়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মোগেরিনি বলেন, পরমাণু সমঝোতার কোনো বিকল্প কারো কাছে নেই এবং এটি রক্ষা করলে সবার স্বার্থ রক্ষিত হবে।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অন্যায়ভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার প্রতিবাদে ইরান সম্প্রতি এর কিছু ধারা থেকে সরে আসার যে পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কেও কথা বলেন মোগেরিনি। তিনি বলেন, ইরানের এসব পদক্ষেপ এখনো কোনো গুরুতর বিষয় নয় এবং তা সংশোধন করা সম্ভব।
আইএ/পাবলিক ভয়েস

