
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস বেয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। সে সময় রানি ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ এসে রাজপ্রাসাদে ঢোকার চেষ্টাকারী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, বাকিংহাম প্যালেসের সম্মুখ দরজা দিয়ে ওই ব্যক্তি ভবনের দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিটিশ রাজপ্রাসাদে অবৈধভাবে ঢোকার চেষ্টা করা ওই ব্যক্তির বয়স ২২ বছর। রাজকীয় কর্মকর্তারা বলছেন, বুধবার আনুমানিক রাত ২টার দিকে গ্রেফতার ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করে।
আইএ/পাবলিক ভয়েস

