সৌদির সঙ্গে উত্তেজনার মধ্যে বৃহত্তম নৌ ঘাঁটির উদ্বোধন করল কাতার

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

সৌদি আরবের সঙ্গে মারাত্মক উত্তেজনার মধ্যে কাতার তার বৃহত্তম নৌ ঘাঁটির উদ্বোধন করেছে। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন দোহা এই পদক্ষেপ নিল।

রবিবার আল-দায়েন নৌ ঘাঁটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জিম মালয়।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, নতুন এ নৌ ঘাঁটি ছয় লাখ ৪০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। এ ঘাঁটি থেকে কাতারের সমস্ত পানিসীমা ও সীমান্ত পোস্টের নিরাপত্তা দেয়া সম্ভব হবে। অত্যাধুনিক একটি সমুদ্রবন্দরও রয়েছে এ ঘাঁটির মধ্যে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন