তালেবানের হুমকিতে রেডিও স্টেশন বন্ধ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

আফগানিস্তানে একটি বেসরকারি রেডিও স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে ‘তালেবান হুমকি’তে। সেখানকার কর্মকর্তাদের অভিযোগ, রেডিওতে নারী উপস্থাপিকা থাকায় তালেবানের এক কমান্ডার ধারাবাহিক হুমকি দিয়ে আসছিলেন। আজ এক বিবৃতি রেডিও স্টেশনটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

তালেবানের একজন মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেছেন, তালেবানের পরিচয় ব্যবহার করে অন্যরা হুমকি দিতে পারে। দীর্ঘ আফগান যুদ্ধের অবসান এবং দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কাতারে আলোচনার মধ্যেই এই ঘটনা ঘটলো।

রেডিওর পরিচালক রামেজ আজিমি বলেন, তালেবান কমান্ডাররা লিখিত হুমকি দিয়েছেন। পরে টেলিফোনেও ‍হুমকি দেওয়া হয়। তাদের বলা হয়, যেন নারী কর্মীদের নিয়োগ বন্ধ করে রেডিও স্টেশনটি। তিনি বলেন, আমার বাসায় এসেও ‍হুমকি দিয়েছে তালেবান। ফলে সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন