৬০ বেসামরিক আফগানকে হত্যা করেছে আমেরিকা: পেন্টাগন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

আফগানিস্তানে চলতি ২০১৯ সালের প্রথম পাঁচ মাসে সহিংসতায় সাড়ে নয়শ’ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।  এর মধ্যে ৬০ জন বেসামরিক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ৬০ জন বেসামরিক আফগান নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, আফগান সরকারি বাহিনীর হামলায় নিহত বেসামরিক ব্যক্তির সংখ্যা ৬৮ জন। এছাড়া ৭৭৮ জন বেসামরিক মানুষের মৃত্যুর জন্য দায়ী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ওই সব গোষ্ঠীর হামলায় আহত হয়েছে ৯৭১ জন বেসামরিক আফগান। পেন্টাগন আরও বলেছে, অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় প্রাণহানি ঘটেছে ৪৪ জন বেসামরিক মানুষের।

 ২০০১ সাল থেকে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে আসছে মার্কিন বাহিনী। তবে এখন পর্যন্ত সেখানকার নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রতিদিনই সেখানে সহিংস ঘটনা ঘটছে। আফগান জনগণ সেদেশ থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন