
ভারতে ফের বড়সড় মধুচক্রের হদিস মিলল। ৩ মহিলাসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক মাছবিক্রেতার থেকে ৫০,০০০ টাকা ব্ল্যাকমেল করে নেওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে এদের। অভিযুক্তদের মধ্যে শাহিনা (৪০), নুরি শামা (৩৫), সালমা পারভি (২৭), সাজিদ শেখ (৩৮), সইদ শরিফ (৩০) রয়েছে বলে জানা গেছে খবর কলকাতা নিউজের।
পুলিশের ভাষ্যমতে, ব্যবসায়ী এবং বড় বড় বিক্রেতাদের জালে ফাঁসায় এই মহিলারা। যৌন সম্পর্কের হাতছানি দিয়ে তাদের ফাঁদে ফেলে মোটা টাকা রোজগার করা হয় তাদের থেকে। প্রথমত লোকদের সাথে যৌন সম্পর্ক করে ওই মহিলারা। এসময় সাজিদ এবং সইদ ওই সমস্ত ব্যবসায়ী এবং বিক্রতাদের সঙ্গে মহিলাদের ঘনিষ্ঠাবস্থার ভিডিও তুলে রাখে। পরে ওই ভিডিও দিয়ে তারা ব্ল্যাকমেল করতে শুরু করে। এভাবেই টাকা হাতিয়ে নিতে থাকে।
এমনিভাবেই ৫০ বছর বয়স্ক এক মাছ ব্যবসায়ীকে ফাঁদে ফেলার চেষ্টা করলে সেই ব্যবসায়ী পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায়। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশের জালে ধরা পড়ে এই গ্যাং। ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্তরা।
আইএ/পাবলিক ভয়েস

