সংসদের পাশেই প্রতিবন্ধীদের খেলার মাঠ দখলে : ব্যারিস্টার সুমনের লাইভ

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

জাতীয় সংসদের পাশেই প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য উম্মুক্ত খেলার মাঠের সাইনবোর্ড থাকলেও সেটা উম্মুক্ত নেই। চতুর্পাশে লোহার বাউন্ডারি দিয়ে আটকে রাখা হয়েছে এবং মাঠে জমে আছে বিশাল বিশাল ঘাস ও বিভিন্ন লতাগুল্ম। আজ প্রয়াত নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের জানাজা নামাজ আদায় করতে গিয়ে এই মাঠের সাইনবোর্ডের সামনে দাড়িয়ে লাইভ করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

তিনি লাইভে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা শেখ সায়মা ওয়াজেদ পুতুলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জাতীয় সংসদের পাশেই এভাবে অসহায় প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত খেলার মাঠ দখল হয়ে থাকলে আমরা লজ্জা পাই। যে সংসদে আমাদের পূজনীয় নেতারা রয়েছেন তার পাশেই এমন অনিয়ম বা মাঠ দখল দেখলে কিছুটা লজ্জা লাগে। এমন দৃশ্য বঙ্গবন্ধু দেখলে কষ্ট পেতেন। তিনি এই মাঠ অতি সত্ত্বর দখলমুক্ত করে প্রতিবন্ধীদের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

সমাজকল্যান মন্ত্রনালয়ের অধিনে থাকা জাতীয় সংসদের সিমানার মধ্যের এ মাঠের ব্যাপারে সমাজকল্যান মন্ত্রনালয়ে পাবলিক ভয়েসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে সমাজকল্যান মন্ত্রনালয়ের “শারিরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট” শাখায় যোগাযোগ করতে বলেন। এ শাখার নির্বাহী পরিচালক (উপসচিব) মোঃ সেলিম খানের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়টি আমি এখনও জানি না তবে অফিসে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে আমরা জানবো এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।

ব্যারিস্টার সুমনের লাইভটি দেখুন : 

এরশাদ সাহেবের জানাযায় এসে মহান সংসদ ভবনে এ কি সাইনবোর্ড দেখলাম!

Posted by Barrister Syed Sayedul Haque Suman on Sunday, 14 July 2019

মন্তব্য করুন