
ফ্রান্স থেকে ছেড়ে যাওয়া বিমানের কাটা টিকিটের ওপর কর বসাচ্ছে দেশটি। আগামী বছর থেকে এই নিয়ম চালু করা হবে বলে জানা গেছে৷ এই কর থেকে যে অর্থ আয় হবে তা পরিবেশবান্ধব পরিবহণ চালু করা হবে৷ পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্স ও ইউরোপের ভেতর চলা ফ্লাইটের ইকোনমি শ্রেণির একটি টিকিটের জন্য যাত্রীদের দেড় ইউরো ‘সবুজ কর’ দিতে হবে৷ খবর ডয়চে ভেলের।
খবরে জানানো হয়, বিজনেস ক্লাসের যাত্রীদের দিতে হবে নয় ইউরো৷ আর ইউরোপের বাইরে চলাচলকারী ফ্লাইটের ইকোনমি শ্রেণির জন্য তিন ইউরো ও বিজনেস ক্লাসের জন্য সর্বোচ্চ ১৮ ইউরো কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ফলে বছরে ১৮০ মিলিয়ন ইউরো আয় হবে বলে আশা করছেন ফ্রান্সের পরিবহণমন্ত্রী এলিজাবেথ বর্ন৷
শুধু ফ্রান্স ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে এই কর প্রযোজ্য হবে, ফ্রান্সে নামা ফ্লাইটের ক্ষেত্রে নয়৷ এয়ার ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ তারা বলছে, এর ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে তারা৷ টিকিটে কর না বসিয়ে বরং নতুন পরিবেশবান্ধব বিমান ক্রয়ে বিনিয়োগ করা প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
আইএ/পাবলিক ভয়েস

