ইরানের বিরুদ্ধে আমেরিকার সব পদক্ষেপ ব্যর্থ: হাসান রুহানি

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যত পদক্ষেপ এবং নিয়েছে তার সবই ব্যর্থ হয়েছে। উত্তর খোরাসান প্রদেশের শিরভান শহরে আজ (রোববার) এক বিশাল জনসমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেছেন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করেন ড. রুহানি যেখানে আমেরিকা ইরান-বিরোধী এজেণ্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন।

রুহানি বলেন, `ইরানের বিরুদ্ধে ১৪ মাস আগে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও সামরিক শক্তি কঠোরতম নিষেধাজ্ঞা দিয়েছে যে নিষেধাজ্ঞা অন্য কোনো দেশের বিরুদ্ধে আরোপ করা হয় নি। কিন্তু ইরানের সচেতন ও প্রতিরোধকামী বীর জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। আমেরিকা যে পথ গ্রহণ করেছে তা হোক সামাজিক, রাজনৈতিক অথবা আইনী ব্যবস্থা- তার সবই ব্যর্থ হয়েছে।’

আইএ/পাবলিক ভয়েস

 

মন্তব্য করুন