তৃণমূল করার অপরাধে বেধড়ক মারধর ও খুনের চেষ্টা বিজেপির বিরুদ্ধে

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

তৃণমূল করার অপরাধে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীর নাম সোলেমান মল্লিক। খবর জি নিউজের। খবরে জানানো হয়, বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন রয়েছেন তিনি। ভারতের পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ৮ নম্বর অঞ্চল জামিরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত তৃণমূল কর্মীর সঙ্গে থাকা ব্যবসার টাকা ছিনতাই করা হয় বলেও অভিযোগ।

ওই অঞ্চলের তৃণমূল নেতা দুই ভাই কুদ্দুস মল্লিক ও লুকমান মল্লিক বর্তমানে ঘরছাড়া। অভিযোগ, তাদের জমিতে চাষ করাও বন্ধ করে দিয়েছে বিজেপি। আরেক ভাই সোলেমান মল্লিক তৃণমূল নেতা না হওয়ায় ঘর ছাড়েননি। তিনি মুরগি ও হাঁসের ব্যবসা করেন। তার উপরই ভরসা করে চলছিল কুদ্দুস ও লুকমানের পরিবার। অভিযোগ, শনিবার রাতে পাঁচক্ষুরি হাটে মুরগি বিক্রি করে ফেরার পথে তাকে তুলে নিয়ে যান বিজেপি কর্মীরা।

বেধড়ক মারধর করা হয় তাকে। এমনকি তরোয়াল দিয়ে কোপানোরও চেষ্টা করা হয়। তার সঙ্গে মুরগি বিক্রির ২৫ হাজার টাকা ছিল। সেই টাকা ও মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। কোনওরকমে পালিয়ে বাঁচেন সোলেমান। আক্রান্তের পরিবারের অভিযোগ, তারা তৃণমূল করে, সেই কারণেই এই হামলা। পুলিসকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এদিকে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন